আজকের শিরোনাম :

‘২০ দলে না থাকা নিয়ে জামায়াত কিছু জানায়নি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

স্বাধীনতা বিরোধীতা করায় জামায়াতের পাশাপাশি গণতন্ত্র হত্যাকারীদেরও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২০ ফেব্রুয়ারি)  সকালে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জোট ছাড়ার বিষয়ে জামায়াত কোনো সিদ্ধান্ত বিএনপিকে জানায়নি বলেও জানান নজরুল ইসলাম খান।

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের কখনো বলা হয়নি তারা ২০ দলে থাকবে না। জামায়াত নিজস্ব রাজনৈতিক দল। তাদের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে এর জন্যে তাদের দুঃখ প্রকাশ করা উচিত বা লজ্জা পাওয়া উচিত। এটা যেমন যুক্তিসঙ্গত দাবি। তেমনি বাংলাদেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ