আজকের শিরোনাম :

নির্বাচন কমিশনের আরেকটি পরীক্ষা নেয়া হবে: গয়েশ্বর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০১৮, ২১:২৫ | আপডেট : ৩০ মে ২০১৮, ১২:৫২

ঢাকা, ২৯ মে, এবিনিউজ : গাজীপুরে নির্বাচনে কমিশনের আরেকটি পরীক্ষা নেয়া হবে বলে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কেএম নূরুল হুদাকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আগামী ২৬ জুন ‍অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে একথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকলেও আসতে হয়। কারণ কমিশন একটিই। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর আমারা সিদ্ধান্ত নেব। খুলনার অনিয়ম ইসির কাছে লিখিতভাবে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা না থাকলে, রাজনৈতিক দলের আস্থা না থাকলে নির্বচন কর্মকর্তারা কাজ করতে পারবেন না।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ