আজকের শিরোনাম :

ভোটে আ.লীগ ক্ষমতায়, সত্যটা মানতে হবে: আইনমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৪

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে বিএনপি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছে। এটিকে আমরা স্বাগত জানাচ্ছি। সেখানে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির প্রশ্ন ভিত্তিহীন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই সত্য তাদের মেনে নিতে হবে।’

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনকে আমেরিকান হাউজের প্রতিনিধিদের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এ চিঠি দিয়েছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল।’

এর আগে মন্ত্রী সকালে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া স্টেশনে এলে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম-আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, পৌরমেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ