আজকের শিরোনাম :

‘ঐক্যফ্রন্ট প্রার্থীদের শপথ করিয়ে বৈধতা পেতে চায় ক্ষমতাসীনরা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৩

ঐক্যফ্রন্ট প্রার্থীদের সংসদে নিয়ে ক্ষমতাসীনরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের বৈধতা পেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

সোমবার(০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্ট কার্যালয়ে দলের সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়ার প্রশ্নই ওঠে না।

আব্দুস সালাম বলেন, ‘তারা এখন পর্যন্ত চেষ্টা করছে ঐক্যফ্রন্টের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় কিনা। ঐক্যফ্রন্টের কাউকে কাউকে নিয়ে শপথ পাঠ করিয়ে জনগণ বা বিশ্ববাসীকে দেখানো যায় কিনা। কিন্তু ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। ঐক্যফ্রন্টের কারোর শপথ নেয়ার তো প্রশ্নই আসে না। যেহেতু আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি সেহেতু শপথ নেয়ার প্রশ্ন নেই।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ