আজকের শিরোনাম :

শুভেচ্ছা বিনিময় বলে প্রতারণা করছে আ.লীগ: বিএনপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫২ | আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩

আওয়ামী লীগের কথা ও কাজে মিল নেই, মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা একবার বলছেন সংলাপ, পরে আবার বলেছেন শুভেচ্ছা বিনিময়। এটি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংলাপ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব প্রথমে বললেন গণভবনে সব দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হবে এবং পরে বললেন শুভেচ্ছা বিনিময়। আওয়ামী লীগের কথার সঙ্গে কাজের মিল নেই, এ বক্তব্যই তার প্রমাণ।

সংলাপ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আমরা বলেছি- আপনারা ভুয়া ভোটের যে নির্বাচন করেছেন, সেটি বাতিল করুন এবং এজেন্ডা কি সেটি ঠিক করুন। তারা একবার বলছেন সংলাপ, আবার সোমবার বলেছেন শুভেচ্ছা বিনিময়। এটি সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ