আজকের শিরোনাম :

ভোট নিয়ে আ.লীগের কাছে কোনো সদুত্তর নেই: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯, ১৮:২৬

নির্বাচনের ভোট নিয়ে কোনো সদুত্তর নেই আওয়ামী লীগের কাছে। তাই তারা সংলাপে বসতে রাজি নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে শনিবার (১২ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপি সংসদে যাচ্ছেন না বলে আবারো জানান তিনি। এ সময় রিজভী অভিযোগ করেন, সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, ‘সরকার তথাকথিত হিংসা ও মহাজালিয়াতির নির্বাচনের বিনিময়ে দেশের মানুষের নাগরিক স্বাধীনতা খর্ব করেছে। এখন সরকার দমননীতির উত্থান প্রবল থেকে প্রবলতর করছে। সারা দেশে বিরোধীদল মত বিশ্বাসের মানুষ সরকারি সন্ত্রাসবাদে আক্রান্ত। সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। জোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটবিহীন সরকারের জন্য হবে অমঙ্গলের উৎস।’ 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ