আজকের শিরোনাম :

মাদকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া ঈমানি দায়িত্ব: দোলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ১২:৪৯

ফরিদপুর, ২৭ মে, এবিনিউজ : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, আর এ জিহাদে অংশ নেয়া প্রত্যেকের ঈমানি দায়িত্ব’ বলে মনে করেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের আরিফুর রহমান দোলন।


গতকাল শনিবার বাদ মাগরিব আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার সদ্য প্রয়াত মকিবুল হাসান পুটু মিয়ার স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলফাডাঙ্গা পৌর কৃষক লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্মরণসভাটি।
গত ১৯ মে শনিবার রাত সোয়া ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা পুটু মিয়া।


এর আগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দোলন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ মুসল্লি ও রোজাদারদের সঙ্গে  ইফতার করেন। এ সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


মুক্তিযোদ্ধা পুটু মিয়ার প্রশংসা করে ঢাকাটাইমস সম্পাদক দোলন বলেন, ‘তিনি ছিলেন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী একজন মানুষ, যিনি অকপটে সত্য বলতে পারতেন। তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন মরহুম মুকিবুল হাসান পুটু মিয়া তাদের একজন। এটি অনেক গর্বের বিষয়। পুরো আলফাডাঙ্গাবাসীর জন্য গর্বের।’


পুটু মিয়ার বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য দোলন বলেন, ‘তিনি আলফাডাঙ্গাকে দেখতে চাইতেন আরো সাজানো-গোছানো, আরো পরিপাটি। সমাজ যেন ইতিবাচকভাবে চলে, মাদকের ব্যবহার যেন না হয়, তরুণসমাজ যেন সঠিকভাবে পরিচালিত হয়, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার জন্য যুবসমাজ যেন আরো ভালোভাবে তৈরি হয় তিনি এসব চাইতেন।’ পুটু মিয়া  একজন ক্রীড়াসংগঠক ও ক্রীড়ামোদী ছিলেন বলেও জানান দোলন।


ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘যুবসমাজ খেলাধুলায় যত বেশি অংশ নেবে ততই তারা মাদক থেকে দূরে থাকবে। আমরা খেলাধুলায় যত বেশি মনোযোগী হব মাদকের সর্বনাশ থেকে তত বেশি রেহাই পাব।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন উল্লেখ করে দোলন বলেন, ‘আমি মনে করি এই জিহাদে অংশ নেয়া আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আমাদের সন্তানদের দেশ গঠনে ভালোভাবে তৈরি করতে হলে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। আমরা মরহুম পুটু মিয়ার মতো আরো বেশি ক্রীড়ামোদী তৈরি করতে পারলে যুবসমাজকে মাদক থেকে বাঁচানোর লক্ষ্যে পৌঁছাতে পারব।’


এ সময় পুটু মিয়ার স্মরণে ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করার কথা বলেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন । তার এ প্রস্তাবে উপস্থিত সবাই সম্মতি দেন।


পুটু মিয়ার পরিবার যেন নিজেদের অসহায় মনে না করে এ জন্য সর্বতোভাবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়য়ন-প্রত্যাশী দোলন। এ সময় তিনি পুটু মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।


পরে শোকসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বুড়াইছ ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়াল ফকিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, পৌর কৃষক লীগ নেতা শওকত হোসেন নান্নু, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আসাদ মিয়া, সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান, পুটু মিয়ার ছেলে আলফাডাঙ্গা সরকারি কলেজের উপাধক্ষ্য সারেকুল হাসান নয়ন প্রমুখ।


অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।


সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, বীর মুক্তিযুদ্ধা সাবেক শ্রমিক লীগের সভাপতি মো. রোকন উদ্দিন শেখ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, সমাজসেবক নূরুল ইসলাম লিটন, পৌর কাউন্সিলর হারুন অর রশীদ, আলী আকসাদ ঝন্টু, শেখ মাছুম, বুড়াইচ ইউপি সদস্য শেখ মাহাবুব, পৌর কৃষক লীগ নেতা রফিকুল ইসলাম রাজিব, উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈমসহ উপজেলার আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ