আজকের শিরোনাম :

কারও উস্কানিতে পা দেবেন না: কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪

নির্বাচনে কারও উস্কানিতে পা না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।

কাদের বলেন, ‘চোরাবালিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আমরা একবারও নির্বাচন ছাড়া ক্ষমতায় আসিনি। সারা দেশে উন্নয়ন আর নৌকার জোয়ার একাকার হয়ে গেছে। পৃথিবীর তিনজন সৎ ব্যক্তির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা একজন। তিনি ১০ কোটি মানুষের হাতে  ইন্টারনেট দিয়েছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রত্যেক এলাকার প্রতি পরিবারের এক যুবককে চাকরি  দেয়া হবে।’

তিনি বলেন, ‘গোটা দুনিয়া আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, তেঁতুলিয়া থেকে কুতুবদিয়ায় নৌকার যে গণজোয়ার উঠেছে, তাতে ৩০ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে মহাজোট বিজয়ী হবে।’

তিনি আরও বলেন, ‘ভোট কেন্দ্রে সাম্প্রদায়িক অপশক্তি আঘাত করতে পারে। ভোট শুরু থেকে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থেকে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।’

নারী এবং তরুণরাই আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার বলেও উল্লেখ করেন কাদের। তিনি বলেন, ‘ঐক্যফন্ট ঠাণ্ডা মাথায় নানা উস্কানি দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে। তাদের ফাঁদে পা না দিয়ে আগামী তিন দিন ধৈর্য ধরে নির্বাচন পরিচালনায় কাজ করুন।’

সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পথসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ