আজকের শিরোনাম :

ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এরশাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪

ঢাকা-১৭ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

‘উন্নত চিকিৎসা’ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানকে (ফারুক) সমর্থন জানিয়েছেন তিনি।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগপ্রার্থী চিত্রনায়ক ফারুক বিকেলে এরশাদের কাছে দোয়া চাইতে যান। এরপর ফারুকের পিএস শিপন জানান, হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিকেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবেই মহাজোটকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরশাদ।

১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। এর আগে গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার’ জন্য সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত।

এদিকে, বিএনপি তাদের দলীয় প্রতীক ধানের শীষ দিয়েছে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপি আমলের মন্ত্রী নাজমুল হুদাও সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-১৭ ছাড়াও রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ