আজকের শিরোনাম :

‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে তিস্তা সমস্যার সমাধান হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ১৭:৪৮ | আপডেট : ২৫ মে ২০১৮, ২০:১৪

ঢাকা, ২৫ মে, এবিনিউজ : ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে যেভাবে সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে ঠিক তেমনি তিস্তা সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক এক সভায় একথা জানান ওবায়দুল কাদের। এরআগে, ভুলতা ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন, ঈদের সময় যেকোন মূল্যে সড়ক মহাসড়ক ব্যবহার যোগ্য রাখতে হবে। জনদুর্ভোগ এড়াতে এই সময়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরে এক সভায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, যত প্রভাবশালীই হোক না কেন, কোনভাবেই পার পাবে না।


এবিএন/জসিম/মমিন

এই বিভাগের আরো সংবাদ