আজকের শিরোনাম :

সেনাবাহিনী মোতায়েন না করার ষড়যন্ত্র করছে ইসি: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন এবং ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সরকার সেনাবাহিনী মোতায়েন না করার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

অভিযোগে রিজভী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীকে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা, আনসার বাহিনীকে ১৬৩ কোটি ৮১ লাখ টাকা, কোস্টগার্ডকে ১ কোটি ৫৬ লাখ টাকা, বিজিবিকে ৩৩ কোটি ২ লাখ এবং র‌্যাবকে ১০ কোটি ২০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে। গুঞ্জন আছে সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ দেয়া হয়নি। তাদেরকে ব্যারাকেই রাখার আভাস পাওয়া যাচ্ছে। এটি নির্বাচন নিয়ে অশুভ মহাপরিকল্পনার পূর্বলক্ষণ।'

রিজভী অভিযোগ করেন, ‘সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপির নীল-নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে সরকার । পুলিশের সদরদপ্তরে দিনে রাতে দফায় দফায় বৈঠক চলছে। নৌকার বিজয় ছিনিয়ে দিতে পারলে পুলিশের এসি, এডিসি, ওসিদের পদোন্নতি এবং নগদ অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে।'

তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নির্দেশনা কার্যকরে তদারকি করার জন্য পুলিশ সদরদপ্তরে মনিটরিং সেল খোলা হয়েছে। নির্বাচনকে আওয়ামী লীগের পক্ষে নেওয়া ও ভোট কারচুপি করার বিষয়ে নীল নকশার উদ্ভাবন করে তা মাঠ পর্যায়ের পুলিশ ও র‌্যাবের কাছে পাঠানো হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের বাছাই করা দশ হাজারের বেশি ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে তারা ভোটের সময় ডিবি পুলিশের সঙ্গে কাজ করতে পারে।

প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রলোভনে পড়ে দেশ ও গোটা জাতিকে ধ্বংস করে দেবেন না। শুধু নিজেদের স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিহ্ন করবেন না। মানুষের পাশে দাঁড়ান।'

নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে এখনই মাঠে নামানোর আহ্বানও জানান তিনি। ওই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ