আজকের শিরোনাম :

গণমাধ্যম কর্মীদের হুমকি প্রদানকারী গণতন্ত্রের লোক নয়: ইনু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা বিজয়ের মাসে পাকিস্তানি কায়দায় গণমাধ্যম কর্মীদের স্তব্ধ করার হুমকি দেয় তারা আর যাই হোক গণতন্ত্রের পক্ষের লোক হতে পারে না’।
 
শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসায় গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, সরকার গণমাধ্যমকে উন্মুক্ত করেছে, আর বিএনপি, জামায়াত ও রাজাকারের দোসররা ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কন্ঠ রোধ করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ড. কামাল হোসেন সেই রাজাকার, জঙ্গি, জামায়াত এবং বিএনপির সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে শহীদ বেদীতে দাঁড়িয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য হুমকি প্রদান বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের জন্য দুঃখজনক।

এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, আমবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মসিউর রহমান মিলনসহ স্থানীয় জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ