আজকের শিরোনাম :

‘অভিযানের নামে বিরোধীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১৭:৪৯

ঢাকা, ২৪ মে, এবিনিউজ : মাদকবিরোধী অভিযানের নামে বিরোধীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।   

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মাদক বিরোধী অভিযানের নামে গতকাল থেকে আজ পর্যন্ত ৯ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বিশ্ব সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তুমুল সমালোচনা করা হলেও সরকার থামছে না। কিন্তু প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরা হচ্ছে না।’

হুসেইন মুহাম্মদ এরশাদের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের শরিক এবং বিশেষ দূত গতকাল বলেছেন, মাদক সম্রাটরা সংসদেই বসে আছেন। তাদের ধরে বিচার করুন। অথচ মাদক ব্যবসায়ীর যে তালিকা অতীতে করা হয়েছে, তাদের সবাই বিরোধী দলের।’ এর পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

 রিজভী আরো বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, মাদক নির্মূল সরকারের উদ্দেশ্য নয়। বরং আগামী নির্বাচন বিরোধী দল নিধনের জন্যই মাদক বিরোধী অভিযানের নামে দেশজুড়ে বিচারবহির্ভূত মানুষ খুনের জোরে সরে ধুমধাম চলছে।’

তিনি বলেন, ‘মূলত বেগম খালেদা জিয়ার মুক্তি ও আসন্ন নির্বাচনের পরিবেশ অনিশ্চিত করে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্যই বাংলাদেশের জনপদের পর জনপদ রক্তাত্ত করা হচ্ছে। সজলকে গুম করা সরকারের একটি সিগন্যাল। এই ঘটনায় সামনে এক ভয়ংকর নৈরাজ্য সৃষ্টির আভাসই ফুটে উঠেছে। 

তিস্তা চুক্তির প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল বুধবার ঢাকার পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বহুল প্রত্যাশিত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অগ্রগতির কোনো তথ্য জানাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।' তিনি অভিযোগ করে বলেন, 'ভারতের সঙ্গে বন্ধুত্বের এত দহরম মহরম অথচ শেখ হাসিনা সেখান থেকে এক বালতি পানিও আনতে পারেন নি, দীর্ঘ আঠারো বছরে।'

ভারত-বাংলাদেশ নিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশের সার্বভৌমত্ব ছোট করে ভারতকে সবকিছু উজাড় করে দিয়ে যাচ্ছে। বিনিময়ে কিছুই পান নি। শুধুমাত্র পরদেশের কাছে সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে পারিশ্রমিক হিসেবে ক্ষমতায় টিকে থেকেছে।’


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ