আজকের শিরোনাম :

প্রতিপক্ষ শক্তিশালী না হলে তো নির্বাচন জমবে না: কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি সংকুচিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি মিথ্যাচার করছে, তারা এখনও সহিংস রাজনীতি থেকে বেরুতে পারেনি। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার সভায় বক্তব্য রাখেন তারা। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাঙা হাট কোথাও জমছে না। তারা বলছে গণজোয়ার, আমার কাছে বিষয়টি বড় হাস্যকর মনে হয়। এটা গণজোয়ার নয়, গণভাটা। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে। পল্টনের সংঘর্ষ দিয়ে বিএনপি নির্বাচনের সহিংসতা শুরু করেছে। পল্টনে যে নারকীয় তাণ্ডব তা এখনো তারা চালাচ্ছে।'

ওবায়দুল কাদের বলেন, ‘গত তিন-চার দিন আমি ঢাকায় ছিলাম না। নোয়াখালী, ফেনী কুমিল্লা ও আমার নির্বাচনী এলাকায় আমি গিয়েছি। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এবং স্কুটিনি পর্যন্ত আমি ছিলাম। আজ আমি ফিরেছি। আমি আপনাদের এইটুকু বলতে পারি শুধু শুধু যা সত্য নয় তা প্রচার করে লাভ নেই। কারণ যেটা বাস্তব সেটা সত্যি ৩০ তারিখ আমরা চাপা দিতে পারব না। যখন রেজাল্ট বের হবে তখনই বুঝতে পারবেন।’

তিনি বলেন, ‘আমি যা দেখেছি অভূতপূর্ব ও অচিন্তনীয়। ২০০৮ সালে  নৌকার পক্ষে যেসব অঞ্চলে আমি গিয়েছি সেখানেও এমন জনস্রোত দেখিনি। এটা আসলে গণজোয়ার। এই যে মওদুদ আহমদ সাহেব এত বড় বড় কথা বললেন, আগের পাঁচ বছরের পৌনে চার বছরই তিনি এলাকায় যাননি। এখন নির্বাচন এসেছে তিনি যাচ্ছেন, যাবেন। প্রতিপক্ষ শক্তিশালী না হলে তো নির্বাচন জমবে না।’  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ