আজকের শিরোনাম :

প্রার্থিতা ফিরে পেতে এবার হাইকোর্টে হাওলাদার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৫০

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব ও পার্টি চেয়ারম্যানের নবনিযুক্ত বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার। 

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট করেন তিনি। 

হাওলাদারের আইনজীবী আশিক আল জলিল জানিয়েছেন, বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে দুপুরের পর ওই আবেদনের ওপর শুনানি হতে পারে।

সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ রিটের পক্ষে শুনানি করতে পারেন বলে জানান আশিক।

তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের চিঠিতে হাওলাদারকে ঋণখেলাপি বলা হয়েছিল। সে কারণে পটুয়াখালীর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র বাতিল করে। কিন্তু শাহজালাল ইসলামি ব্যাংক গত ৮ নভেম্বর রুহুল আমিন হাওলাদারের ঋণ পুনঃতফসিল করে স্টেটমেন্ট দেয়। কাউকে ঋণখেলাপি ঘোষণা করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের না থাকার পরও শাহজালাল ইসলামী ব্যাংকের পুনঃতফসিলের স্টেটমেন্ট গ্রহণ না করে নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংকের চিঠির ভিত্তিতে মনোনয়ন পত্র বাতিল করেছে। এ বিষয়টি চ্যালেঞ্জ করেই রিট আবেদনটি করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের ওপর শুনানির দ্বিতীয় দিন শুক্রবার নির্বাচন কমিশন হাওলাদারের নামঞ্জুর করে।

গত ২ ডিসেম্বর পটুয়াখালীর রিটার্নিং কর্মকর্তা হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করার পরদিনই তাকে জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরিয়ে দেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ