আজকের শিরোনাম :

দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১৮:০০ | আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:৩৯

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন চিঠি দিচ্ছে বিএনপি। ‍দুপুর একটার দিকে বিএনপি দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে প্রাথমিকভাবে বেশ কয়েকটি আসনের প্রার্থীর নাম জানা গেছে। তারা হলেন-

ঢাকা-২ আমান উল্লাহ আমান

ঢাকা-১৩ আব্দুস সালাম

নারায়নগঞ্জ-১: মুস্তাফিজুর রহমান ভুইয়া

মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন

রাজবাড়ী -১: আলী মাহমুদ নেওয়াজ খৈয়াম

ফরিদপুর-১: শাহ মোঃ আবু জাকির

ফরিদপুর-২: মোহাম্মদ শহিদুল ইসলাম

ফরিদপুর-৪: শাহরিয়া ইসলাম শায়লা

টাঙ্গাইল-৪: আ. হালিম মিয়া ও লুৎফর রহমান

ময়মনসিংহ-১: এমরান সালেহ প্রিন্স ও সালমান ওমর রুবেল

ময়মনসিংহ-২: ইয়াসির খান চৌধুরী ও আবুল বশর আকন্দ

ময়মনসিংহ-৩: আহমেদ তায়েবুর রহমান

ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ-১০: মো. আখতারুজ্জামান ও এবিএম সিদ্দিকুর রহমান

চট্টগ্রাম-১: কামাল উদ্দিন আহমেদ

চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ নাসির উদ্দিন

চট্টগ্রাম-৭: শওকত আলী নুর

চট্টগ্রাম-৮: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯: সাইফুল আলম

চট্টগ্রাম-১৩: মুস্তাফিজুর রহমান

কুমিল্লা-৩: শাহিদা রফিক ও কে এম মুজিবুল হক

কুমিল্লা-৫: অধ্যাপক মোহাম্মদ ইউনুস

কুমিল্লা-৬: হাজী আমিনুর রশীদ ইয়াসিন

কুমিল্লা -৯: আনোয়ারুল আজিম

কুমিল্লা -১০: মোবাশ্বির আলম ভুইয়া

লক্ষীপুর-২: হারুনুর রশীদ

লক্ষীপুর- ৩: সাহাবুদ্দিন সাবু

নোয়াখালী-১: মো. আনোয়ার হোসেন

ব্রহ্মনবাড়ীয়া-২: শেখ মোহাম্মদ শামীম মিয়া

ব্রহ্মনবাড়ীয়া-৩: তৌহিদুল ইসলাম

কিশোরগঞ্জ-১: মোহাম্মদ রেজাউল করিম খান

কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল

জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-৩: মুস্তাফিজুর রহমান বাবুল

জামালপুর-৪: ফরিদুল কবির তালুকদার শামীম

জামালপুর-৫: অ্যাড. শাহ ওয়াজেদ মামুন

শেরপুর -২: একেএম মোখলেসুর রহমান রিপন

নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা-২: আশরাফ আলী খান

নেত্রকোনা -৩: রফিকুল ইসলাম হেলালী

নেত্রকোনা -৫: আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুন

কুষ্টিয়া-১ রেজা আহমেদ (বাচ্চু মোল্লা)

কুষ্টিয়া-২: ফরিদা ইয়াসমিন

কুষ্টিয়া-৩: অধ্যাপক সোহরাব উদ্দীন ও জাকির হোসেন সরকার

কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও নুরুল ইসলাম আনসার প্রামাণিক

ঝিনাইদহ-১: জয়ন্ত কুমার কুণ্ডু

পাবনা-২: হাসান জাফির তুহিন

পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা

পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব

রাজশাহী -৬ রমেশ দত্ত

গাইবান্ধা-২ আহাদ আহমেদ

খুলনা-৪: আজিজুল বারী হেলাল

খুলনা-৩: রফিউল ইসলাম বকুল

সাতক্ষীরা-১: হাবিবুর রহমান হাবিব

সাতক্ষীরা-৪: কাজী আলাউদ্দিন ও হাবিবুল ইসলাম হাবীব

বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব,

যশোর-৪: টিএস আইয়ুব

সিলেট-৩ শফি আহমদ চৌধুরী। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ