আজকের শিরোনাম :

এলডিপিকে ৪ আসন দিচ্ছে বিএনপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১৭:৪১

২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ৪টি আসন দিয়েছে বিএনপি। এলডিপির চাওয়া আরও অন্তত দুটি আসন। তবে বিএনপি চার আসনে দলটিকে জোটের মনোনয়ন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে তাদের হাতে মনোনয়নের চিঠিও তুলে দেয়া হয়েছে।

আসন নিয়ে আলোচনা করতে সোমবার দুপুরে ২০ দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন।

তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এসময় এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রেদওয়ান জানান, তাদের তিনটি আসন নিশ্চিত করা হয়েছে। এগুলো হল- এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (চট্টগ্রাম-১৪), মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১)।

পরে জানা যায় এলডিপিকে আরও একটি আসন দেয়া হচ্ছে। সেটি হচ্ছে-নেত্রকোনা-১ আসনে আবদুল করিম আব্বাসী।

এ বিষয়ে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে বলেন, ‌আমরা ৬-৭টি আসন চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি চারটি আসন। সামনে সময় আছে, তাই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আরও কয়েকটি আসন পাব আশা করছি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ