আজকের শিরোনাম :

আ.লীগকে ফের ক্ষমতায় বসাতে গোপন মিটিং হয়েছে: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ১৭:৪০

নির্বাচন থেকে যেন বিএনপি সরে দাঁড়ায়, এজন্য নেতা-কর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, হত্যা ও গুমের মাধ্যমে বিরোধী দলের প্রার্থী ও ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে।

রিজভী বলেন, ‘যতই চাপ দেওয়া হোক প্রশাসনে হাত দেওয়া যাবে না। ধরপাকড় বাড়ানো হবে। এমন অবস্থা তৈরি করা হবে, যাতে বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তারই আলামত শুরু হয়েছে যশোরের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু বক্করকে তুলে নিয়ে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার মধ্যে দিয়ে।’

নৌকার প্রার্থীদের বিজয়ী করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিয়ত গোপন বৈঠক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছন, ‘প্রশাসন এবং পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা জনসমর্থনহীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘গত ২০ নভেম্বর মঙ্গলবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চার তলার পেছনের কনফারেন্স রুমে এক গোপন মিটিং অনুষ্ঠিত হয়।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ