আজকের শিরোনাম :

নৌকায় ভোট দিন, মাত্র ৩ ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার পৌছে যাবেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ২২:৪৫

কল্পনা করুনতো মাত্র মাত্র ৩ ঘন্টায় আপনি ঢাকা থেকে কক্সবাজার পৌছে যাবেন। নৌকায় ভোট দিন।
ঢাকা টু কক্সবাজার রুটে চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল ট্রেনসেবা। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এ সেবা চালু হয়ে যাবে। বার্তাসংস্থা ইউএনবি জানায়, এ ট্রেন চালু হলে ঢাকা থেকে মাত্র কয়েক ঘণ্টায় ননস্টপ কক্সবাজার যাতায়াত করতে পারবেন যাত্রীরা।এই ট্রেনে ৫৪টি বিলাসবহুল কোচ সংযুক্ত করা হবে।

ট্রেনের বৈশিষ্ট্য =, ট্রেনটি খুবই সীমিত পরিসরের বিরতি দেবে। পুরো ট্রেন হবে শীতাতপ নিয়ন্ত্রিত, এমনকি ওয়াশরুমগুলো হবে লাক্সারিয়াস। তাছাড়া ক্যাটারিং সার্ভিসে উন্নত মানের খবার সরবরাহ করা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যার কারণে ট্রেনের ভেতরে হকার কিংবা অন্যান্য বিরক্তিকর বিষয়গুলো এড়ানো সম্ভব হবে।’

ট্রেনে থাকছে ছয়টি মিটার গেজ কোচ, ১৩টি স্লিপিং কোচ, ২২টি চেয়ার কোচ, সাতটি পাওয়ার কার, ডিনার কারসহ নিরাপত্তা কর্মীদের জন্য কয়েকটি কামরা। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রতিদিন চারটি ট্রেন যাতায়াত করবে।

গবেষকরা বলছেন এই রেল প্রকল্প ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের হয়েও কাজ করবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ