আজকের শিরোনাম :

ইলিয়াস আলীর বাসায় তাণ্ডব চালিয়েছে ডিবি: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১৮:২৬

ঢাকা, ২২ মে, এবিনিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ সোমবার জানিয়েন,গতকাল সোমবার দিনগত রাতে সেহরির কিছুক্ষণ আগে নিখোঁজ ইলিয়াস আলীর রাজধানীর বনানীর সিলেট হাউসে ডিবি পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

রিজভী বলেন, গত ছয় বছর ধরে ইলিয়াস আলী নিখোঁজ। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে সেহরির আগে বনানীতে সিলেট হাউসের বাসায় ডিবি পরিচয়ে পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালায়। তারা জোরে জোরে ধাক্কা দিয়ে ইলিয়াস আলীর অসুস্থ স্ত্রীকে দরজা খুলতে বলেন।

 

তিনি বলেন, আতঙ্কিত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা আমাকেসহ বিএনপির নেতৃবৃন্দকে ফোনে আকুতি জানাতে থাকেন। পরে ইলিয়াস আলীর বাসার সামনে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে ডিবি পুলিশ পরিচয় ব্যক্তিরা চলে যায়। বিরোধী দলের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। সরকারি সাদা পোশাকধারী বাহিনীর কাপুরুষচিত সন্ত্রাসী ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

রিজভী আরও বলেন, পবিত্র মাহে রমজানেও পোশাকে ও সাদাপোশাকে তল্লাশির নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেপ্তার কিংবা জেল গেটে গ্রেপ্তার করা হচ্ছে।

 

তিনি বলেন, গুম, খুন ও বিচারবর্হিভূত হত্যার মাধ্যমে অপরাধ দমন করা সম্ভব নয়। বেআইনি মৃত্যুদণ্ড অপরাধ দমনের মানদণ্ড হতে পারে না। বিচারবর্হিভূত হত্যার নামে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ হত্যা এখন প্রতিদিনের ঘটনা। মানবধিকারের পরিপন্থী ও আইনের লঙ্ঘন। এ অনাচারের সরকারি প্রশাসনের মানবতার অধঃপতন আরও নিচের দিকে নামছে।

 

রিজভী বলেন, গতরাতেও চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নীলফামারী, নেত্রকোনা, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ১০জনকে ক্রসফায়ার দেয়া হয়েছে। মাদক নির্মূলের নামে বিচারবর্হিভূত হত্যার যে হিড়িক চলছে তাতে গভীর রাজনৈতিক উদ্দেশ্য আছে। তা হল টার্গেট করে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে মেরে ফেলা। গতরাতেও নেত্রকোনায় কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদলের সদস্য আমজাদ হোসেনকে হত্যা করা হয়েছে।

 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ