আজকের শিরোনাম :

‌'তফসিল ঘোষণার পরও মন্ত্রী-এমপিরা সরকারি কাজে অংশ নিচ্ছেন'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ১৭:১৩

তফসিল ঘোষণার পরও মন্ত্রী এমপিরা নানা সরকারি কাজে অংশ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবীর রিজভী। একই সঙ্গে সরকার একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের মতো চলছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম পরিচালনার সময় শুক্রবার( ১৬ নভেম্বর) তিনি একথা বলেন। কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকরা আসতে শুরু করেন।

স্লোগানের সঙ্গে ছিল প্লাকার্ড ও ফেস্টুন। ১০টা থেকে ফরম বিক্রি ও জমার সময় নির্ধারিত থাকলেও, এর আগেই শুরু হয়ে যায় কার্যক্রম।

শেষ দিন হওয়ায় গেলো কয়েকদিনের তুলনায় ভিড় বেশি বলে মনে করছে দলটি। গতকাল পর্যন্ত ৪ হাজার ১১২টি ফরম বিক্রি করেছে দলটি। জমা পড়েছে ১ হাজার ২৫৫টি। আর আজ ১২টা পর্যন্ত ৫০টি ফরম জমা পড়েছে। প্রথমে রংপুর ও রাজশাহী বিভাগের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শুরু হবে কার্যক্রম।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ