আজকের শিরোনাম :

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৫:০৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।

নয়াপল্টনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের ওপর গতকাল পুলিশি হামলার নিন্দা জানিয়ে মান্না বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে, সরকার যে কোনোভাবে বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য সব রকমের উস্কানি দিচ্ছে। আমরা এ উস্কানি প্রতিরোধ করব।

তিনি বলেন, আমরা ধৈর্য ধরব। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, সব ধরনের বাধা উপেক্ষা করে আমরা নির্বাচন করব। মানুষের মধ্যে যে সাড়া দেখতে পাচ্ছি তাতে আমাদের বিশ্বাস, এই নির্বাচনে একটা ভোট বিপ্লব হবে স্বৈরাচারের বিরুদ্ধে।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে আসন বণ্টন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, হয়নি, তবে আমরা একটা যাত্রা শুরু করেছি। আমাদের সবার মার্কা হবে ধানের শীষ।

ফ্রন্ট বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন- ওবায়দুল কাদেরের (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা নিয়ে তার এতো দুশ্চিন্তা করবার কিছু নেই। আমরা ভোটের ফলাফল দেখবার পর নিজেরাই ঠিক করে নিতে পারব কে প্রধানমন্ত্রী হবেন।

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ