আজকের শিরোনাম :

নির্বাচন ১ ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ : কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৩:০৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এক ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। বিএনপি যে দাবি করেছেন, তা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়, বানচাল করার জন্য।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করুন। কারো কথায় নির্বাচন পেছানোর সুযোগ নেই।

ওবায়দুল কাদের বলেন, পর্যবেক্ষক না আসার দোহাই দিয়ে নির্বাচন পেছানোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর।

সংবাদ সম্মেলনে বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের নিন্দা জানান তিনি।

তিনি বলেন,  নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এটা তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করা ডেমো দেখিয়েছে। আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে নির্বাচন বানচাল করতে পারবে না।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ