ঐক্যফ্রন্টের ভোট পেছানোর দাবি রাজনৈতিক রণকৌশল: জাপা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৫০

জাতীয় নির্বাচনের তারিখ পেছানোর ঐক্যফ্রন্টের দাবিকে রাজনৈতিক রণকৌশল হিসেবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। দলটি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার( ১৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এদিকে চতুর্থ দিনের মতো চলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার কার্যক্রম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়ন প্রত্যাশীরা জড়ো হন বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে।

এদিন জমাদানের টেবিলেই ভিড় ছিল বেশি। দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষদিন বৃহস্পতিবার। ১ দিন পিছিয়ে ১‌৭ নভেম্বর দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি ঠিক করেছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ