আজকের শিরোনাম :

‘মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ১৭:৪৪

মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে একথা জানান তিনি। এদিকে, তৃতীয় দিনের মতো চলছে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম।

সকাল থেকেই দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন দেশের নানা অঞ্চলের মনোনয়ন প্রত্যাশীরা।

আজ পটুয়াখালী ১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। এছাড়া ঢাকা ছয় ও চার আসন থেকে কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলা মনোনয়ন ফরম কেনেন। তিন দিন মনোনয়ন ফরম বিক্রির কথা থাকলেও আগামী ১৪ ও ১৫ নভেম্বর সময় বাড়ানো হয়েছে। নতুন শিডিউল অনুযায়ী ১৬ নভেম্বর দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এসময় আসন ভাগাভাগির বিষয়ে মহাজোটের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন রুহুল আমীন হাওলাদার। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন একযোগে ৩'শ আসনে অথবা মহাজোটের সঙ্গে যেভাবেই দল নির্বাচনে অংশ নিক, দলের সিদ্ধান্ত মেনে নেবেন তারা। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ