আজকের শিরোনাম :

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমীর খসরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ১৩:৩৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

২২ দিন কারাভোগের পর আজ সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।  তিনি বলেন, রবিবার উচ্চ আদালতের জামিনের আদেশ হাতে পায় কারা কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে সোমবার সকালে তাকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে উসকানি দেওয়ার অভিযোগে মামলা হয় আমীর খসরুর বিরুদ্ধে। সেই মামলায় গত ২১ অক্টোবর আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর 

এই বিভাগের আরো সংবাদ