আজকের শিরোনাম :

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১৪:২৭ | আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৫:১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

আজ রবিবার দুপুর ২টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি।

মাশরাফির বাড়ি নড়াইল শহরে। নড়াইল-২ আসনের জন্য মাশরাফি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল, মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন। শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয়েছে।

তিনি এখনো বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। শোনা যাচ্ছে, আগামী বছর মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়ন ফরম কিনতে পারেন, গতকাল শনিবার এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। 

গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ