আজকের শিরোনাম :

'নির্বাচনে যাওয়ার বিষয়ে জানানো হবে দু’দিন পর'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১৯:৪৪ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:০৪

নির্বাচনে যাওয়া না যাওয়া বিষয়ে দু’দিন পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। ২০ দলীয় জোটের বৈঠক শেষে এ কথা জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে সিদ্ধান্ত জানালেন যে, তারা বৈঠকে যাচ্ছেন। এদিকে, তারা বৈঠক বসেছিলেন সন্ধ্যা ৬টার দিকে। 

শনিবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসার কথা থাকলেও কয়েকজন নেতা এসে না পৌঁছানোর কারণে বৈঠক শুরু হতে কিছুটা দেরি হয়েছে।। বৈঠকে উপস্থিত ছিলেন, মির্জা ফখরুল, মাহবুবুর রহমানসহ আরো কয়েকজন নেতাকর্মী। 

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের পর ২০ দলীয় জোটের একটি বৈঠকও হতে পারে। এ বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত হবে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না। 

এদিকে, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার(৮ নভেম্বর) রাতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির শীর্ষ নেতারা। মূলত নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক হলেও এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি কেউ। যদিও কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে নির্বাচনের বিষয়ে ইতিবাচক বিএনপি। এখন সবার মনে একটাই প্রশ্ন বিএনপি কি আদৌ নির্বাচনে অংশ নেবে নাকি আন্দোলনের পথে হাঁটবে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ