আজকের শিরোনাম :

নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে ঐক্যফ্রন্টের বৈঠক রাতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১৮:১৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। 

এদিকে, নির্বাচনে যাওয়া না যাওয়া থেকে সব রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে আজকের বৈঠকে। এছাড়া রাত ৮টায় ঐক্যফ্রন্টের বৈঠক রয়েছে। ড. কামালের মতিঝিলের চেম্বারে হওয়ার কথা রয়েছে। মূলত সেখানেই জানা যাবে বিএনপির নির্বাচনের বিষয়ে। 

শনিবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসার কথা থাকলেও কয়েকজন নেতা এসে না পৌঁছানোর কারণে বৈঠকে বসতে কিছুটা দেরি হচ্ছে। এছাড়া সেখানে পৌঁছেছেন মির্জা ফখরুল, মাহবুবুর রহমানসহ আরো কয়েকজন নেতাকর্মীরা। 

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের পর এরপরে ২০ দলীয় জোটের একটি বৈঠকও হতে পারে। এ বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত হবে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না। 

এই সিদ্ধান্তগুলো নেয়া জন্যই কয়েকদিন ধরেই ২০ দলীয় জোটসহ বিএনপি বৈঠকে বসে আসছেন। ০৮ নভেম্বর তফসিল ঘোষণার পর পরই বিএনপি দুবার বৈঠকে বসতে যাচ্ছে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ