আজকের শিরোনাম :

‘সংকট সমাধানের আগেই তফসিল ঘোষণা একতরফা নির্বাচনের ইঙ্গিত’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ১৭:১৬

রাজনৈতিক সংকট সমাধান না হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণা একতরফা নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার(৯ নভেম্বর) সকালে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কমিশন এখনও রাজনৈতিক দলগুলোর অনুরোধে নির্বাচন পেছাতে পারে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনৈতিক সংকট সমাধানের আগেই আকস্মিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা একতরফা নির্বাচন অনুষ্ঠানেরই সুস্পষ্ট ইঙ্গিত। সকল বিরোধী দলের দাবি ছিল সমতল মাঠ এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে তফসিল ঘোষণা দেওয়া।’

তিনি বলেন, ‘এখনও পর্যাপ্ত সময় রয়েছে নির্বাচন কমিশনের হাতে। রাজনৈতিক দলগুলোর অনুরোধে নির্বাচন পিছিয়ে দিলে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ