আজকের শিরোনাম :

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ১১:২৮ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১২:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। শিরীন শারমিন চৌধুরী রংপুর পীরগঞ্জ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি জনপ্রিয় বড় দল। এ দলের মননোনয়ন ফরম সংগ্রহে আগ্রহীর সংখ্যা বেশি।

তিনি জানান, এ বছর ৫ হাজার টাকা বাড়িয়ে মননোনয়ন ফরমের মূল্য করা হয়েছে ৩০ হাজার টাকা। ৮টি বুথ থেকে এ মননোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। তফসিল ঘোষণার পর আন্দোলনের কর্মসূচি দেয়া সংবিধান পরিপন্থী।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা।

গতকাল একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়। ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ