আজকের শিরোনাম :

‘৭ দফা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১৭:২৮

৭ দফা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার (৩ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে জনমনে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, তা প্রশমিত করতেই সরকার সংলাপে বসেছিল বলে দাবি ঐক্যফ্রন্টের এই নেতা।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের কী চিন্তা ছিল, তা নিজেরাই ব্যাখ্যা করছিলেন। আন্দোলনের এই যে উত্তাপ তৈরি হয়েছিল, তাকে বাধাগ্রস্ত করা, পানি ছিটে দেওয়া, তার উত্তাপকে প্রশমন করার জন্য পানি ঢেলে দেওয়াই তাদের কাজ। শুধু আপনাকে রক্ষা করার জন্য দেশে সংবিধান থাকবে? আর দেশের ১৭ কোটি মানুষের জন্য কোনো সংবিধান কাজে লাগবে না। এটা কি হতে পারে? যত দ্রুত সম্ভব সমস্ত বিষয়ে আলোচনা করে এই সাত দফার ওপর নিষ্পত্তি করা হোক। তত সময় পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ