আজকের শিরোনাম :

‘নারী জাতিকে অপমান করায় মইনুলকে গ্রেফতার করা হয়েছে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১৮:২৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ব্যক্তিগত অপরাধেই নারী জাতিকে অপমান করে কথা বলার অপরাধে দায়ের করা মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

আজ মঙ্গলবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে তো মামলা হয়েছে, মামলা ও আইনের ভিত্তিতে গ্রেফতার হয়েছে। এখানে তো কিছু করার নেই। কিন্তু একটা কথা বলি, মইনুল সাহেব যেভাবে কথা বলেছেন, নারী জাতিকে যেভাবে অসম্মান করেছেন কোন একটা সভ্য লোক একথা বলতে পারে না। এটার সবার নিন্দা করা উচিত এবং আইন সেটাই করেছে।’

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে মন্তব্য করে নাসিম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশে কতটুকু উন্নয়ন হয়েছে আর আসার পরে কতটুকু উন্নয়ন করেছে তার বিচার সাধারণ জনগণ করব। টের ভোটের মাধ্যমেই সেটি প্রমাণ হবে।’ 

প্রসঙ্গত, গতরাতে উত্তরায় জাসদ সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে আপত্তিকর মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন মইনুল। 

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ