আজকের শিরোনাম :

'ঐক্যফ্রন্টের সাত দফা দাবি সংবিধান পরিপন্থি'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ১৮:৪৯

ঐক্যফ্রন্টের সাত দফা দাবি সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। কিছু লোক দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশিদের সঙ্গে বৈঠক করে কোনো লাভ হবে না।  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, 'এক শ্রেণির লোক আছেন, যাদের কাজ হলো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তাদের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। তাদের দাবিগুলো সংবিধান পরিপন্থি দফা। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ হবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের আগামী নির্বাচন হবে।'

তিনি বলেন, 'এর বাইরে যত দফায় দেন না কেনো, যত কূটনৈতিকের সঙ্গেই বৈঠক করেন না কেনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ