আজকের শিরোনাম :

ভুল বুঝতে পারলে ন্যাপ-এনডিপি ফিরে আসবে: নজরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ২৩:০৩

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে । আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দল দুইটির নেতারা এ বিষয়ে যৌথ ঘোষণা দেন।

এ প্রেক্ষিতে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মনে করেন, এটি ছিল তাদের ভুল বুঝাবুঝি। তিনি বলেন, গতকালও তারা ২০ দলীয় জোটের বৈঠকে ছিলেন। কথা বলেছেন। ২০ দলের সকল কর্মসূচীতে একাত্মতা ঘোষণা দিয়ে মাঠে থাকার অঙ্গিকার করেছিলেন। সেখানে তারা কোন ক্ষোভ বা অভিযোগ জানাননি। 

কিন্তু হঠাৎ করে কেন তারা চলে যাওয়ার ঘোষণা দিলেন তা বুঝতে পারলাম না। তিনি বলেন, তারা ভুল বুঝতে পারলে হয়তো ফিরে আসবে। তাদেরকে ফেরানোর কোন উদ্যোগ ২০ দলের পক্ষ থেকে নেয়া হবে কিনা শীর্ষনিউজের এমন প্রশ্নের জবাবে জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, দেখা যাক কি হয়। তিনি বলেন, আমরা শিগগিরই জোটের বৈঠকে বসবো। সেই বৈঠকেই এ বিষয়ে আলোচনা হবে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ