আজকের শিরোনাম :

‘জনগণের বাকস্বাধীনতা নেই যারা বলছেন তারা চরম মিথ্যাচার করছেন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৫২

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণের বাকস্বাধীনতা নেই যারা বলছেন তারা চরম মিথ্যাচার করছেন।

তিনি বলেন, প্রতিদিন টেলিভিশনে টক শোর নামে বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আশ্রয় নিয়ে সমালোচনা করে যাচ্ছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও জনগণের কথা বলার স্বাধীনতা আছে বলেই তারা এ সুযোগটাকে কাজে লাগাতে পারছে।

আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের দত্তপাড়া পূজা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ‘মানুষ এখন ডিজিটাল আতঙ্কে ভুগছে’ বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার করা হলেই বিএনপি বলছে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতে কি বিএনপি স্বীকার করে নিচ্ছে সব সন্ত্রাসী বিএনপির নেতাকর্মী।

তিনি বলেন, আইনের আওতার বাইরে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেই তাদের সবসময় আতঙ্ক আছে।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্যারিষ্টার গৌরব চাকী, দত্তপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রমেশ চ্যাটার্জীসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিকেল ৫টায় লালন স্মরণোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ