আজকের শিরোনাম :

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীর সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ২০:৪২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার জেষ্ঠ্য আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

আজ সোমবার বিকাল বেলা পৌনে ৪টা থেকে সন্ধা সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি ওই হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মামলা সংক্রান্ত বিভিন্ন আইনি বিষয়ে এ সময় এজে মোহাম্মদ আলী চেয়ারপারসনের সঙ্গে পরামর্শ করেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে বিএনপি চেয়ারপারসনকে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গঠন করা হয় ৫ সদস্যের মেডিকেল বোর্ড। খালেদা জিয়া ওই হাসপাতালের ছয় তলার ৬১২ নম্বর ভিআইপি কেবিনে অবস্থান করছেন। এর আগে ৪ অক্টোবর সাবেক এই প্রধানমন্ত্রীকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর নির্দেশ দেন হাইকোর্ট।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ