আজকের শিরোনাম :

জাতীয় ঐক্যের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুঁখে দেয়া হবে: নাসিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ৭১ সালের ঘাতকদের সঙ্গি বিএনপি জাতীয় ঐক্যের নামে আবারো নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র কোনভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবেনা, দাঁত ভাঙা জবাব দেয়া হবে মাঠে।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ’ শয্যার উন্নিতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন পরবর্তী গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি আবারো দেশে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করারর চেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে।

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। এসময় তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, মেসি বিশ্বকাপে পেলান্টি মিস করলেও শেখ হাসিনা অবশ্যই গোল করবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার প্রতিকের প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সঞ্চালনায় আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী পিএসসি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রমুখ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল বিগ্রেডিয়ারর জেলারেল এমএ মোহী জানান, ২৬ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট ১শ’ শয্যার হাসপাতাল ভবনটি নির্মাণ কাজ শেষ হবে ১৮ মাসের মধ্যে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ