আজকের শিরোনাম :

বিএনপির সমাবেশের দিনে মাঠ দখল রাখার ঘোষণা ১৪ দলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪

আগামী শনিবার বিএনপির সমাবেশের দিনে রাজধানী দখল রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪-দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিম বলেন, ওইদিন ঢাকা ১৪ দলের দখলে থাকবে। আমরা দেখবো কারা মাঠে নামবে, আর কারা নামবে না।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর ১৪ দলের সমাবেশ প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, আপনারা এলাকায় প্রস্তুত থাকবেন, যেন ওই অপশক্তি (বিএনপি) মাঠে নামতে না পারে। চক্রান্তকারীরা মাঠে নামবে। ওদের প্রতিহত করবেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগেই ঢাকা আমাদের দখলে ছিল, আগামীতেও ঢাকা আমাদের দখলে থাকবে ইনশাল্লাহ। শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ শেখ হাসিনার দখলে থাকবে।

আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনী প্রচার শুরু করেছে জানিয়ে নাসিম বলেন, নির্বাচনের প্রচারের কাজ শুরু হয়েছে। আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইতোমধ্যে জেলা উপজেলায় নির্বাচনী প্রচার এর কাজ শুরু হয়েছে। ১৪ দলের শরিক দলগুলো গুলো দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারের কাজ করছে। আমরা এবার চাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। কিন্তু যখন কোন উত্তপ্ত রাজনীতিবিদরা, দলছুট রাজনীতিবিদরা যাদের আদর্শের কোনও ঠিকানা নেই, দলের কোনও স্থায়ী ঠিকানা নেই, তারা গণতন্ত্রের কথা বলে, তখন আমাদের সন্দেহ হয় আবারো সেই অসৎ চক্রান্ত শুরু হয়ে গেছে কি না।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের উদ্দেশে  নাসিম বলেন, আমরা এত দিন দেখেছি খেলার সময় খেলোয়াড় ভাড়া করা হয়, এখন দেখছি ড. কামাল হোসেনের মতো নেতারাও ভাড়ায় যাচ্ছেন। আমাদের সঙ্গে খেলবেন, খেলেন। কোনও সমস্যা নেই। ভাড়াটে খেলোয়াড় দিয়ে কি কখনো জয় পাওয়া যায়? যায় না। যাদের নিজেদেরই কোনও অস্তিত্ব নেই তারা অন্য দলে গিয়ে কি অস্তিত্ব পাবে?

শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করবে ১৪ দল। একই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ