আজকের শিরোনাম :

২৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভার ঘোষণা বিএনপির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। 

আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেছেন, ‘এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে। আশা করি, প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা বলেন, ‘এর আগে গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা করে বিএনপি। ওই সভার জন্য চার দিন আগে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। তাই আশা, এবারও জনসভা করার অনুমতি পাব।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার প্রতি সরকারের আচরণের ঘটনাগুলো প্রকাশ হওয়ায় দেশবাসীসহ বিশ্ববাসী বিমূঢ় বিস্ময়ে হতবাক হয়েছে। দেশের প্রধান বিচারপতিকে যেভাবে হুমকি, গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়েছে, তাতে আওয়ামী রাজনীতির বিকৃত সংস্কৃতি আবারও জনগণের কাছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।’

রিজভী আরও বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আগ্রাসন চালিয়ে প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়িত করা হয়। মানুষের শেষ আশ্রয়স্থলকেও সরকার দখলে নিয়েছে বলে জনগণ বিশ্বাস করে। এখন সরকারের ইচ্ছা-অনিচ্ছা অনুযায়ী আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম চলে। ২১ আগস্টের বোমা হামলার মামলা এটির একটি প্রকৃষ্ট উদাহরণ।’

বিএনপির এ নেতা আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের সুশাসনের বোধ কখনই ছিল না। আওয়ামী রাজনীতি কখনই দলীয় সংকীর্ণতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি। সে জন্য আওয়ামী ক্ষমতাসীনরা ব্যাংক-বিমা, শেয়ারবাজার, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টর সবই আত্মসাৎ করেছে। এখন বেওয়ারিশ লাশ দাফনের সেবাদানকারী প্রতিষ্ঠান আঞ্জুমানে মুফিদুল ইসলামের ওপরেও নেকনজর পড়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ