আজকের শিরোনাম :

‘স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৬

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ছাত্র আন্দোলনের নামে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তারা আসলে কারা? যারা বঙ্গবন্ধুর নামে অশ্লীল কথা লেখে বুকে লাগালেন, তারা তো জয় বাংলা শ্লোগান একবারও বললেন না!
 
আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশ জাসদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শ্রমিক নেতা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরদের পক্ষ নেবে তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।’
 
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সকাল সাড়ে ১১ টার দিকে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে পৌঁছালে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মন্ত্রীর বাংলাবান্ধা স্থলবন্দরে পরিদর্শনে যান এবং বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শেরে বাংলা পার্কে বক্তৃতা করেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ