আজকের শিরোনাম :

‘বিএনপির অংশগ্রহণ নিয়ে জাপার মাথা ব্যথা নেই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক তাতে জাতীয়পার্টির কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগের সাথে নির্বাচন করলে জাতীয় পার্টিকে কেউ হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
 
জাতীয়পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘জোট করতেই পারে। শুনেছি বিএনপি যোগ দিবে এখনও দেয়নি। যোগ দিলে কতটা শক্তিশালী তারা হবে আমি জানি না। তবে যদি বিএনপি আসে তাহলে আমি আওয়ামী লীগের সঙ্গে থাকবো। আর আমাদের জোটকে সহজে পরাজিত করা সম্ভব না।’

গাজীপুরে জাপার সমর্থিত প্রার্থী হেরেছিল, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘ওই দিন এখন চলে গেছে। রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে। এখন যে বর্তমান অবস্থা তাতে আমার মনে হয়, আমাকে কেউ পরাজিত থাকতে পারবে না।’

রংপুরের সবচেয়ে জনপ্রিয়তা কাদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রংপুরে আমাদের কে হারাবে বলো? আমরা রংপুরের কোনো আসন ছাড়তে রাজি নয়। সব আসন আমাদের ছিল। নির্বাচন করি নাই এজন্য আসন চলে গেছে। এই আসন আমরা ফেরত চাইবো। আমরা একটি লিস্ট দিয়েছি। রংপুরের আসন ফেরতের জন্য। আশা করি, আমরা ফেরত পাবো।’

বিএনপি নির্বাচনে আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, 'বিএনপি আসলেও যায় আসে না, আবার না আসলেও যায় আসে না।'

আসন ভাগাভাগির প্রশ্নে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই ৬০-৭০ টি আসন চেয়েছি। আমি লিস্ট দিয়েছি ১০০টির। সেখানে ৭০-৮০ টি নিশ্চয় পাবো।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ