আজকের শিরোনাম :

নির্বাচনে জয়ী হয়ে মুক্ত রাজনীতিবিদ হবো: এরশাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১

এইচ এম এরশাদআগামী নির্বাচনে জয়ী হয়ে মুক্ত রাজনীতিবিদ হওয়ার কথা শোনালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীতে এক তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর একটি দিনও মুক্তভাবে রাজনীতি করতে পারিনি, আজও পারছি না। তবে, আগামী নির্বাচনে জয়ী হয়ে মুক্ত রাজনীতিবিদ হবো।’

এ সময় মুক্ত রাজনীতিবিদ হয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশে সুশাসন ফিরিয়ে আনা এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সহমর্মিতা ও ভালোবাসার রাজনীতি উপহার দেয়ার ঘোষণা দেন তিনি।

কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি উল্লেখ করে এরশাদ আরও বলেন, ‘যারা প্রতিহিংসার রাজনীতি করে আমাকে জেলে দিয়েছে, আমার পার্টি ধ্বংস করতে চেয়েছে, আমরা তাদের কথা মনে রাখবো। দেশের মানুষও তাদের কথা মনে রাখবে।’

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ‘প্রযুক্তি’ ব্যবহার করে তরুণ ভোটারদের কাছে যাওয়ার কথা জানান। তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার করে নতুন প্রজন্মের কাছে আমাদের কথা তুলে ধরবো। আমরা বিশ্বাস করি তারা আমাদের ভোট দিয়ে জয়ী করবে।’

বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ