আজকের শিরোনাম :

সরকার ফের একদলীয় নির্বাচনের পায়তারা করছে: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০২

সরকার আবারো একদলীয় নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবার বিরোধিতার পরও দেড় লাখ ইভিএম কেনা হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধাবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল একনেকের বৈঠকে তাড়াহুড়ো করে ৩৮২৫ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করেছে। হরিলুটের সরকার আওয়ামী লীগ জোট সরকার। উড়াল সেতু, ফ্লাইওভার, মহাসড়ক নির্মাণে মাত্রাতিরিক্ত ব্যয় বৃদ্ধি করে জনগণের টাকা লোপাট করে যাচ্ছে সরকার। এক কিলোমিটার রাস্তা করতে লাগে ১ কোটি ১০ লাখ ডলারের বেশি, আর ভারতে লাগে ১২-১৩ লাখ ডলার। চীনে লাগে ১৩ থেকে ১৪ লাখ ডলার। সস্তা শ্রম, যেখানে সহজেই শ্রমিক পাওয়া যায়, সেই দেশে লাগে ১ কোটি ১০ লাখ ডলার। এই মাত্রাতিরিক্ত টাকা যাচ্ছে আওয়ামী লীগের পকেটে। এই টাকা দিয়ে মালয়েশিয়ায় সেকেন্ড হোম করা হচ্ছে এবং কানাডায় বেগম পল্লী গড়ে তোলা হয়েছে।’

তিনি বলেন, ‘নানা রাজনৈতিক দল এবং নানা স্তরের মানুষ নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল। অথচ গতকাল একনেকে দেড় লাখ ইভিএম সংগ্রহ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সরকার জনগণকে তাজ্য করে জালিয়াতির মেশিন ইভিএম এর ওপর নির্ভরশীল হয়েছে। এছাড়া সরকারের আর উপায় নেই।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ