আজকের শিরোনাম :

আমার চেয়ে নির্যাতিত রাজনীতিবিদ বাংলাদেশে নেই : এরশাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৭

চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ও বিএনপি ভয় পায় বলে তার বিরুদ্ধে কোনো মামলা তুলে নেয়া হয়নি। সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, ‘আজ ২৭ বছর ক্ষমতার বাইরে আমরা। মানুষ আমাকে ভোলেনি। তার কারণ আমার হাতে রক্তের দাগ নেই। আমাদের ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘আমার চেয়ে নির্যাতিত রাজনীতিবিদ বাংলাদেশে নেই। আমার জীবনে একদিনের শান্তি ছিলো না। এখনও মামলা ঝুলে আছে। বিএনপি ক্ষমতায় ছিলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। তারা ৫১০০ টি কেস উইথড্র করেছিলো। ৭৫ হাজার আসামি মুক্তি পেয়েছিলো। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো। তারা ৬০০০ কেস উইথড্র করেছে। আমার কেস একটাও উইথড্র হয় নাই। সমস্ত কেস ঝুলে আছে। কারণ তারা আমাকে বিশ্বাস করে না। তার কারণ জাতীয় পার্টির শক্তিকে তারা ভয় পায়।’

সবশেষে তিনি বলেন, ‘আমরা কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহৃত হব না। নিজের পায়ে দাঁড়াবো। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাব- এটাই আমাদের উদ্দেশ্য।’         

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ