আজকের শিরোনাম :

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সংবিধানে নেই: মওদুদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সংবিধানে নেই দাবি করে আবারো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।  

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সরকার আতঙ্কিত ও বিচলিত হয়ে বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

মওদুদ আহমদ বলেন, ‘আমাদের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) কখনোই বলেননি, তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দেখা করবেন। সেখানে কোনো নালিশ করতে যাননি। এদিকে ঈর্ষা, আতঙ্ক, অন্যদিকে উদ্বেগ সরকারকে বিচলিত করে তুলেছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলতে সংবিধানে কিছুই নেই। তাহলে আমরা যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলছি, সেটাতো তাহলে সংবিধানের বাইরে থেকেও করা যায়। সংবিধান কোনোদিন বাধা হতে পারে না নির্বাচন করার জন্য।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ