আজকের শিরোনাম :

জিয়াউর রহমানকে খুনি হিসেবে প্রচার করা হচ্ছে: ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১৭:২২

একাত্তরে যখন স্বাধীনতার ঘোষণা দেয়া উচিত ছিলো তখন কেউ গ্রেপ্তার হয়েছিলেন, কেউ আত্মসমর্পণ করেছিলেন। তখন জিয়াউর রহমানই সেই দায়িত্ব পালন করেন। আর তাকেই আজ খুনি হিসেবে প্রচার করা হচ্ছে।
 
এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- এর প্রতিবাদ করা দরকার।

আজ শনিবার (১৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সংকলিত 'জিয়াউর রহমান ইতিহাসের ধ্রুবতারা' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'যারা রাজনৈতিক দায়িত্বে ছিলেন স্বাধীনতার ঘোষণা তারা করেননি। তারা কেউ আত্বসমর্পণ করেছিলেন, কেউ আবার পালিয়ে গিয়েছিলেন। সেসময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পুরো জাতিকে যুদ্ধে নামার জন্য অনুপ্রেরণা দিয়েছেন।'

জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করছে ক্ষমতাসীন দল উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, এর প্রতিবাদ করতে হবে, বিরোধীতা করতে হবে। তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। সব ধরনের ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মীর্জা ফখরুল বলেন, দেশের সব অর্জন ধ্বংস করেছে ক্ষমতাসীন দল।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ