আজকের শিরোনাম :

জাতিসংঘের কাছে নালিশ করতে যুক্তরাষ্ট্র গেছেন ফখরুল: কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৩

জাতিসংঘের কাছে নালিশ করতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যুক্তরাষ্ট্রে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধানের বাইরে কারো চাপের কাছে মাথা নত করবে না আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন একেবারেই একটা নালিশ পার্টি। এটাই তারা বারবার প্রমাণ করছে। সর্বশেষ জাতিসংঘের কাছে গিয়েও সেটাই প্রমাণ করলো।’ 

তিনি আরো বলেন, ‘সাধারণত জাতিসংঘ তাদের দূত পাঠায়, এখানে এরকম কিছু ঘটেনি। বিএনপি এমনভাবে নালিশ করেছে, যাতে তারা বাধ্য হয়ে তাদের নালিশ শুনতে চিঠি পাঠিয়েছে। তো এটা জাতিসংঘ ডাকতেই পারে। এ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তবে আমরা আমাদের সংবিধানের বাইরে কারো চাপের মুখে নত স্বীকার করবো না।’ 

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবেন, বিশেষ কোনো পরিবর্তন করবে না এবং কার্যকরও করবে না। এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ