আজকের শিরোনাম :

‘নির্বাচন নিয়ে বিএনপির শর্ত পূরণের কোনো সম্ভাবনা নাই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫

জাতীয় নির্বাচন প্রতিহত করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কোনো নাশকতা করার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও জানান তিনি। এছাড়াও বিএনপির কোন দাবি মেনে নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই বিশ্বাস আমাদের আছে।  অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। আমাদের প্রধানমন্ত্রী সংবিধান সম্মত পন্থায় দায়িত্ব পালন করবেন। বিএনপি যেহেতু সংসদে নাই তাই নির্বাচন কালীন সংসদে আমাদের প্রতিনিধি থাকবে না। বিএনপি শর্ত পূরণের সম্ভাবনা নাই। আসলে আসবেন ভালো কথা না আসলে না আসবেন। কোনো কথা নাই।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ