আজকের শিরোনাম :

সরকার বিএনপিকে দমনে মরিয়া: ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩

মরিয়া হয়ে সরকার বিএনপিকে দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (০৮ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের নেতারাও চান বেগম জিয়ার মুক্তি, কিন্তু সরকার এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বেগম জিয়ার মুক্তি গণতান্ত্রিক দলগুলোও চায় উল্লেখ করে মির্জা ফখরুল, বৃহত্তর ঐক্যের স্বার্থে রাজনৈতিকভাবে কিছুটা ছাড় দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন।

মির্জা ফখরুল বলেন, 'এই সংকট থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ। সেটা হলো, জনগণের ঐক্য। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে একটা এজিএম করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, আমি হয়তো কারাগারে চলে যাবো কিন্তু আপনারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্য গড়ে তুলুন এবং সেই ঐক্যের মধ্য দিয়ে এই দানবকে পরাজিত করুন।'

মির্জা ফখরুল আরো বলেন, 'একটা ভয়াবহ দানবের হাতে এই দেশ পড়েছে। এখান থেকে আমাদের নিজেদের শক্তিতে বেরিয়ে আসতে হবে। কেউ আমাদের সাহায্য করবে না। জনগণকে সাথে নিয়ে তাদেরকে পরাজিত করতে হবে।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ